জল ময়ূরের নাচ
- আজাদ বঙ্গবাসী
শহরের কংক্রিটের ভেতর
মুখর পা ধ্বনির ভেতর
ফিরে আসে একটি শিশির স্নাত সকাল
নিথর বনানীর গহীন থেকে
কোন এক প্রিয় হারা পাখির ডাক
কল্পনার রঙ মেখে আসে কখনো বিরহি দুপুর
বহুদূর প্রান্তরের তৃষ্ণতা পেরিয়ে,
মধ্যযুগ উপেক্ষিত আধুনিক টানে
ক্ষুধার্ত বালকের স্মৃতি আসে শহরের
অলিগলি পেরিয়ে।
বিস্মিত আবিষ্কারের পাশ কেটে-
টেনে বসে চেয়ার
চোখে চোখে উঠে তার ছবি
মাটি ঘষা শরীরিরে জাগে সভ্যতার তেল
নুন
বেঁচে থাকার মোহনায় পূনঃজাগে-
জল ময়ূরের নাচ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।